রাহেলা বেগম সংসারে সচ্ছলতা আনয়নের জন্য হস্তশিল্প ও টেইলারিং দোকান দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। তিনি নিজের কিছু গচ্ছিত টাকা দিয়ে হস্তশিল্প বাসায় তৈরি করার জন্য লোক নিয়োগ দেন। পাশাপাশি টেইলারিং এর কিছু মহিলাকে প্রশিক্ষণ দিয়ে তার স্বপ্ন পূরণের চেষ্টা করতে থাকেন।
রাহেলা বেগম প্রথমে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেন?