চীনের প্রাচীন ইতিহাস থেকে জানা যায় চীনের রাজা ইয়াও তার ভবিষ্যৎ উত্তরাধিকার নির্বাচনের জন্যে সন্তানদের জন্মের পর থেকেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি অন্দরমহলেও রাজকীয় নীতি অনুসরণ করতেন যাতে ছেলেরা এটি বুঝতে পারে। ছেলেদেরকে তিনি সাধারণদের স্কুলে পাঠাতেন ও সাধারণ ছেলেদের সাথে খেলতে পাঠাতেন যাতে তারা সাধারণদের সাথে মিশতে পারে।
অনুচ্ছেদের রাজা ইয়াও-এর কর্মসূচিটিকে এককথায় কী নামে আখ্যায়িত করা যেতে পারে?