রাব্বানী উচ্চ শিক্ষিত যুবক। কিন্তু মনের মতো একটি চাকরি যোগাড় করতে পারছে না। কেউ তাকে কোনো কাজের সন্ধান দিলেও রাব্বানী সে কাজে নানা ত্রুটি খুঁজে বেড়ায়। তাঁর বংশ মর্যাদাকে খর্ব করে সে কোনো ধরনের কাজে নিযুক্ত হতে চায় না। বংশের আভিজাত্যে ছোট খাট কাজে তার কোন আগ্রহ নেই।
উদ্দীপকে রাব্বানীর বেকারত্বের পেছনে কোন কারণটি দায়ী?