রিমন পদার্থবিদ্যায় অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছে। একদিন কৌতূহলবশত ছোট ভাই ইমনের যুক্তিবিদ্যা বইটি অধ্যয়ন করে। বইটি পড়ে সে অনেক অবাক হলো, যুক্তিবিদ্যার পরিসর এত ব্যাপক! আমাদের চিন্তার ভাষাগত রূপ, জ্ঞানের প্রকৃতি, অবধারণ ইত্যাদি বিষয় যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়।
উদ্দীপকে রিমনের বিস্ময়ের কারণ কী?