মালয়েশিয়া থেকে পামওয়েল ভর্তি একটা জাহাজ তাইওয়ানের তাইপে বন্দরে যাবে এজন্য বিমা করা হয়। পথিমধ্যে জাহাজের কাপ্তান নির্দিষ্ট বন্দরে না ভিড়িয়ে জাহাজ অন্য বন্দরে ভিড়ায়। ঐ বন্দরে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়।
জাহাজের কাপ্তান নির্দিষ্ট বন্দরে না ভিড়িয়ে অন্যত্র ভিড়ানোয় নৌ বিমা চুক্তির কোন ধরনের শর্ত ভঙ্গ হয়েছে?