আহমদ সাহেব শরিয়ত পালনের ক্ষেত্রে পবিত্র কুরআন ও হাদিসের পাশাপাশি ইসলামি বিধান সম্পর্কিত প্রসিদ্ধ এক ইমামের প্রবর্তিত মতাদর্শের অনুসরণ করেন। এতে শরিয়তের বিধান পালন তার নিকট সহজবোধ্য হয়েছে। তার বন্ধু আনিস সাহেব আহমেদ সাহেবের সাথে ভিন্নমত পোষণ করে বলেন- কুরআন ও হাদিস ছাড়া অন্য কারো মতামতের গুরুত্ব দেওয়া উচিত নয়।
আনিস সাহেবের দৃষ্টিভঙ্গি-
i. মাযহাব অনুসরণে অনীহা
ii. শরিয়ত পালনে অস্বীকৃতি
iii. ফিকহ অনুসরণে অস্বীকৃতি
নিচের কোনটি সঠিক?