রবিন তার দাদুর সাথে ফসলের মাঠ পরিদর্শনে যায়। সে দেখতে পেল অধিকাংশ গাছ নেতিয়ে পড়েছে। নিকটস্থ খালের পানি শুকিয়ে যাওয়ায় সেচ দিতে পারছেন না বলে জানালে রবিন তার দাদুকে ভবিষ্যতে এই সংকট নিরসনের কিছু উপায় জানালো।
রবিন তার দাদুকে পরামর্শ দিয়েছিল
i. খাল কেটে গভীর করতে
ii. বর্ষার শেষে ফ্লুইচ গেট বন্ধ রাখতে
iii. বর্ষার শেষে ফ্লুইচ গেট খোলা রাখতে
নিচের কোনটি সঠিক?