হানিফ মিয়া তার বসতবাড়ির পাশেই গবাদিপশু পালন করেন। বসতবাড়ির আশেপাশে তিনি কাঁঠাল, ইপিল-ইপিল, বাবলাসহ বিভিন্ন গাছ লাগিয়ে রেখেছেন। এবছর প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে তার গবাদি পশুর বৃদ্ধি ও দুধ উৎপাদন হ্রাস পেয়েছে। তাই তিনি একজন ভেটেরিনারি চিকিৎসকের কাছে গেলেন পরামর্শ নিতে। ভেটেরিনারি চিকিৎসক তাকে শুষ্ক খড়ের বিকল্প খাদ্য গবাদি পশুকে দিতে বললেন।
ভেটেরিনারি চিকিৎসক উক্ত অবস্থায় হানিফ মিয়াকে বিকল্প খাদ্য হিসেবে খাওয়াতে বললেন-
i. ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খড়
ii. ইউরিয়া মোলাসেস ব্লক
iii. ইউরিয়া সার
নিচের কোনটি সঠিক?