নজরুল সারা বছর পুষ্পায়নে সক্ষম এমন ফসল চাষ করতে চায়। এজন্য কৃষি কর্মকর্তার কাছে গেলে তিনি নজরুলকে ভুট্টা, সূর্যমুখী, তুলা ইত্যাদি চাষের পরামর্শ দেন।
উক্ত ফসলগুলো
i. যেকোনো দিবা দৈর্ঘ্যে পুষ্প ধারণ করে
ii. সব ধরনের বৃষ্টিপাতে জন্মাতে পারে
iii. শুধুমাত্র বেশি তাপে পুষ্পধারণ করে
নিচের কোনটি সঠিক?