আলাউদ্দীনকে ব্যবহারিক ক্লাসে নমুনা মাটি-১ দেওয়া হলো, সে পর্যবেক্ষণের মাধ্যমে দেখল- মাটি খসখসে, কণা স্থূলাকৃতির এবং হাতে নিলে আঙুলে দাগ লাগেনা। লোকমানকে নমুনা মাটি-২ দেওয়া হলো। সে দেখল এ মাটির আর্দ্র দলা দ্বারা যে কোনো আকৃতির দ্রব্য তৈরি করা যায় এবং আঙুলে দাগ লেগে থাকে।
নমুনা মাটি-১ কোন প্রকৃতির বুনট সম্পন্ন?