চাষি কামাল মিয়া সবসময় সচেতনভাবে জমিতে সেচ দিয়ে থাকেন। তিনি জমির চারপাশে আইল বেঁধে প্রধান নালার সাহায্যে পানি জমিতে ছড়িয়ে দেন। তাছাড়া তিনি ছিটিয়ে বোনা ফসল এবং যেসব জমি মোটামুটি সমতল সেসব জমিতে এ ধরনের সেচ দিয়ে থাকেন।
অনুচ্ছেদে কামাল মিয়া কোন পদ্ধতিতে জমিতে সেচ দিয়ে থাকেন?