জনাব ব্লুবেল তার জমির মাটি পরীক্ষা করতে স্থানীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানে যান। পরীক্ষার পর সেখানকার কর্মকর্তা জানালেন তার মাটির নমুনায় শতকরা ৩৫ ভাগের বেশি কর্দমকণা রয়েছে। কর্মকর্তা জানান মাটি পরীক্ষার দ্বারা ফসল উৎপাদন বিষয়ক আরও কিছু তথ্য জানা যায়।
উদ্দীপকের জমির মাটির বুনট কী ধরনের?