রহিমা বীজতলায় শাকসবজির চারা উৎপাদন করেন। সম্প্রতি তার বীজতলায় সমস্যা দেখা দেয়ায় তিনি কৃষি কর্মকর্তার শরাণাপন্ন হলেন। কৃষি কর্মকর্তা বীজতলা দেখে বললেন, জমিতে ছত্রাকজনিত রোগ হয়েছে, মাটিও অনুর্বর। তিনি বিশেষ একটি পদ্ধতিতে বীজতলা তৈরির পরামর্শ দিলেন।
উল্লিখিত সমস্যা সমাধানে প্রয়োগকৃত রাসায়নিক সার হলো-
i. গ্যামাক্সিন
ii. ফরমালডিহাইড
iii. ফরমালিন
নিচের কোনটি সঠিক?