পাট চাষি রহিম মিয়া পাট চাষ করে ১১৫ কেজি বাকল পেলেন। পানির অভাবে তিনি বাড়ির পার্শ্ববর্তী ডোবায় ইউরিয়া প্রয়োগ করে বাকলগুলো পচানোর ব্যবস্থা নিলেন। কিন্তু আঁশের গুণগত মান ভালো হলো না। এ বিষয়ে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করলে তিনি তাকে অল্প পানিতে সহজে পাটের বাকল পঁচানোর পরামর্শ দিলেন।
রহিম ভালো আঁশ পেতে পাট পচাবেন-
i. বিলে
ii. বড় চাড়িতে
iii. মাটির গর্তে
নিচের কোনটি সঠিক?