রনির বাড়ির পাশে তার একখণ্ড উঁচু জমি আছে। সে পরীক্ষা করে দেখল জমির মাটির কণার অনুপাত ২:১৪১, ফলে বৃষ্টিপাতে জমিতে পানি আটকায় না। সে উক্ত জমিতে সরিষা বীজ উৎপাদনের সিদ্ধান্ত নিল। এ লক্ষ্যে সে বাজার থেকে ১০ কেজি সরিষার বীজ ক্রয় করল। সে উক্ত বীজের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য ১ কেজি বীজ নিয়ে বাছাই করল। বাছাইয়ের পর দেখা গেল সেখানে কালিজিরার বীজ ০.২০ কেজি এবং পাথর ও মাটির কণা ০.১০ কেজি।
মাটির বুনট অনুযায়ী রনির জমির মাটির ধরন কোনটি?