আম চাষি আলিমের ভুলের কারণে গত বছর দরজা, জানালা বন্ধ করা ঘরে সংরক্ষিত আম পচে যায়। এ বছর আম সংগ্রহের পর যথাযথ সংরক্ষণ করায় আম পচেনি।
গত বছর আলিমের কোন ভুলের কারণে আম পচে ছিল?
i. জীবাণুর সংক্রমণ
ii. তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণহীন
iii. সংরক্ষণে ত্রুটি
নিচের কোনটি সঠিক?