লিমনের পুকুরে বছরে ৫-৬ মাস পানি থাকে। তাই সে পুকুরে সব জাতের মাছ চাষ করতে পারে না। মৎস্য কর্মকর্তাকে এ বিষয়টি জানালে তিনি লিমনকে একটি দ্রুত বর্ধনশীল জাতের মাছ চাষের পরামর্শ দিলেন। এটি দুইমাস বয়সেই খাওয়ার উপযোগী হয়।
উক্ত মাছের ক্ষেত্রে প্রযোজ্য -
i. এরা অগভীর জলাশয়ে বাস করে
ii. সারা বছর চাষ করা যায়
iii. তিন মাস বয়সে প্রজননক্ষম হয়
নিচের কোনটি সঠিক?