সুজন বরগুনায় বন্ধুর বাড়িতে গিয়ে দেখে কিছু কিছু গাছের মূল মাটি ভেদ করে উপরে উঠেছে। টিউবওয়েলের পানি লোনা। বন্ধুর বাড়ির কাছে একটি বন আছে। সুজন ঘনের ভেতর যেতে চাইলে বন্ধু বলেন-বনের ভেতর যাওয়া যাবে না। কারণ বাঘসহ হিংস্র প্রাণী আছে।
বরগুনার কিছু গাছের মূল মাটিভেদ করে ওঠার কারণ-
i. লোনা মাটি
ii. সমুদ্র উপকূল
iii. মাটিতে অক্সিজেনের অভাব
নিচের কোনটি সঠিক?