or
Don't have an account? Register
রহিজ মেহগনি ও আকাশমণি চারা রোপণের জন্য গর্ত করে পরিমাণমতো গোবর, খৈল, ইউরিয়া ও টিএসপি সার মাটির সাথে মিশিয়ে রাখে। মেশানোর একদিন পরেই দুপুরে এক বছর বয়সের চারা রোপণ করে। ১৫-২০ দিন পর দেখা যায় সবগুলো চারা মারা গেছে।
রহিজের এখন করণীয়-
সড়কের ধারে বনায়নের জন্য অড়হরের গাছ লাগানো হয় কী উদ্দেশ্যে ?
চারা রোপণের জন্য নির্বাচন করতে হয় i. উর্বর দো-আঁশ মাটিii. বন্যামুক্ত জায়গাiii. ছায়াযুক্ত ভেজা জমিনিচের কোনটি সঠিক?
কাঠ প্রদানকারী গাছে সাধারণত কোন ধরনের ট্রেনিং করা হয়?
রাস্তা ও বাঁধের ধারে বনায়নে নিচের সারিতে কোন গাছ লাগানো হয়?
বৃক্ষের প্রুনিং করার প্রধান কারণ কোনটি?
ঢাকায় জাতীয় বৃক্ষ মেলা কোন সময় অনুষ্ঠিত হয়?