সাগর স্থানীয় নার্সারি থেকে উন্নত জাতের পাঁচটি লিচুর চারা ক্রয় করে বাড়ির পাশে গর্ত করে সাথে সাথে রোপণ করল কিন্তু কয়েকদিন পর সব কয়টি চারা মারা যায়। এরপর সে স্থানীয় বৃক্ষমেলা থেকে আবার পাঁচটি লিচুর চারা ক্রয় করে এনে সেখানে রোপণ করে। এবার সবগুলো চারা, বেঁচে যায়।
বৃক্ষমেলা থেকে ক্রয় করা সাগরের লিচুর চারা কয়টি মারা যায়নি কেন?