রায়হান একটি ফসলের খামার তৈরি করে। সে এ খামারের জমিতে ৩-৪ বছর ধরে একই ফসল চাষ না করে ধারাবাহিকভাবে ফসল উৎপন্ন করে। এতে সে উপকৃত হয়।
রায়হানের প্রাপ্ত সুবিধাসমূহ হলো
i. শস্য চাষ খরচ কম হয়
ii. মাটির উর্বরতা বৃদ্ধি পায়
iii. শস্যে রোগ ও পোকার আক্রমণ কম হয়
নিচের কোনটি সঠিক?