ডিম নির্বাচনে আলিমা খাতুনের ভালো অভিজ্ঞতা নেই। সে কুঁচে মুরগি দিয়ে ১০টি ডিম ফোটাতে দেয়। ২১ দিন পর সে দেখল মাত্র ৭টি বাচ্চা ফুটে বের হয়েছে। অবশিষ্ট ডিম তিনটি থেকে বাচ্চা ফোটেনি।
আলিমা খাতুনের ফুটতে দেওয়া ডিমের মধ্যে ৩টি ডিম থেকে বাচ্চা না ফোটার সম্ভাব্য কারণ কী?