ওটিটিস মিডিয়া হলো মধ্যকর্ণের একটি সংক্রমণ যা মধ্যকর্ণে প্রদাহ ( লালচেভাব এবং ফোলাভাব)সৃষ্টি করে এবং কানের পর্দার পেছনে পুঁজ জমা হতে পারে।
সংক্রামক জীবানু সাধারণত গলবিল থেকে ইউস্টেশিয়ান নালির মাধ্যমে মধ্যকর্ণে প্রবেশ করে।
বয়স্কদের তুলনায় শিশুদের ওটিটিস মিডিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
মধ্যকর্ণের সাথে গলবিলের সংযোগ স্থাপন করে কোন নালি?