বাজার

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)- অর্থনীতি - বাজার | NCTB BOOK

13. সৃজনশীল প্রশ্ন; কামাল : আমাকে একটি ম্যাটাডর কলম দিন । দোকানদার : ভাইয়া, এ সপ্তাহে ইকোনো কলমের দাম কমেছে, নেবেন কি? কামাল : কেন ম্যাটাডর থেকে ইকোনো কলম কি মানে- গুণে আলাদা? দোকানদার : না তেমন নয় । বাজারে অনেক কোম্পানি আছে তাদের সবার কলম প্রায় একই মানের কেবল দেখতে সামান্য ভিন্ন । কামাল : তাহলে আমাকে ম্যাটাডরই দিন । এটিই আমার ভালো লাগে । ক. ফার্ম কাকে বলে ? খ. স্বল্পকালীন বাজারের ধারণাটি ব্যাখ্যা কর । গ. কামালের ক্রয়কৃত দ্রব্যটি কোন বাজারের পণ্য? ব্যাখ্যা কর । ঘ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে কামালের ক্রয়কৃত পণ্যের বাজারের সম্পর্ক বিশ্লেষণ কর ।

Created: 1 year ago | Updated: 1 year ago