মি. আরমান আলী 'ক' নামক একটি দেশে গিয়ে দেখতে পান, সেদেশের বেশির ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। কৃষির উৎপাদন ব্যবস্থা সনাতন এবং খাতটির উৎপাদনশীলতাও বেশ কম।তিনি আরও লক্ষ করেন, দেশটিতে বেকার সমস্যা প্রকট, মাথাপিছু আয় খুবই কম। দেশটি শিল্পক্ষেত্রে যথেষ্ট পশ্চাৎপদ।