বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)- অর্থনীতি - বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা | NCTB BOOK

8. ১. ইসরাত একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে যায় । সে কেনাকাটা শেষে দাম পরিশোধ করে তাকে প্রকৃত দামের সাথে কিছু অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয়। এ প্রসঙ্গে দোকানিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “এটি বিক্রয়ের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত হারে ক্রেতার নিকট থেকে আদায় করা হয়।” ক. ভূমি উন্নয়ন কর কাকে বলে ? খ. সম্পূরক শুল্ক কী? ব্যাখ্যা কর । গ. ইসরাতের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারি রাজস্বের কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা কর । ঘ. রাষ্ট্রয়াত্ত শিল্পের লভ্যাংশের সাথে ইসরাত প্রদত্ত অতিরিক্ত অর্থের সম্পর্ক বিশ্লেষণ কর ।

Created: 1 year ago | Updated: 1 year ago