বাক্যের বর্গ (পরিচ্ছেদ ৩২)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি | NCTB BOOK
5.3k
Summary

বর্গের সংজ্ঞা ও ধরন

বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলা হয়, যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। বর্গকে বাক্যের একক হিসেবে দেখা হয়।

বর্গের উদাহরণ

উদাহরণ: "মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল-বাসে উঠে পড়ল" বাক্যে নিম্নলিখিত শব্দগুচ্ছগুলো বর্গ:

  • 'মালা ও মায়া' - বিশেষ্যবর্গ
  • 'বাড়ির সামনে থাকা' - বিশেষণবর্গ
  • 'খুব সকালে' - ক্রিয়াবিশেষণ-বর্গ
  • 'উঠে পড়ল' - ক্রিয়াবর্গ

বর্গের ধরন

  1. বিশেষ্যবর্গ: বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে বিশেষ্যবর্গ তৈরি হয়। যেমন: "অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।"
  2. বিশেষণবর্গ: বিশেষণজাতীয় শব্দের গুচ্ছ। যেমন: "আমটা দেখতে ভারী সুন্দর।"
  3. ক্রিয়াবিশেষণ-বর্গ: ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করা শব্দগুচ্ছ। যেমন: "সকাল আটটার সময়ে সে রওনা হলো।"
  4. ক্রিয়াবর্গ: বাক্যের বিধেয় অংশের ক্রিয়া। যেমন: "অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে।"

বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। বর্গকে বলা যায় বাক্যের একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায়ই বর্গের পরে বর্গ বসায়। যেমন -

মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল-বাসে উঠে পড়ল

এই বাক্যে 'মালা ও মায়া', 'খুব সকালে', 'বাড়ির সামনে থাকা', 'স্কুল-বাসে', 'উঠে পড়ল' প্রভৃতি শব্দগুচ্ছ এক একটি বর্গ।

কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে, সেই পদের নাম অনুযায়ী বর্গের নাম হয়। উপরের উদাহরণে 'মালা ও মায়া' ও 'স্কুল-বাসে' হলো বিশেষ্যবর্গ; 'বাড়ির সামনে থাকা' হলো বিশেষণবর্গ, 'খুব সকালে' ক্রিয়াবিশেষণ-বর্গ এবং 'উঠে পড়লো' হলো ক্রিয়াবর্গ।

নিচে বিভিন্ন ধরনের বর্গের পরিচয় দেওয়া হলো:

১. বিশেষ্যবর্গ

বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। যেমন-

অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। 

আমার ভাই পড়তে বসেছে।

আবার, যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্যবর্গ তৈরি হয়। যেমন-

রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে।

২. বিশেষণবর্গ

বিশেষণজাতীয় শব্দের গুচ্ছকে বলা যায় বিশেষণবর্গ। যেমন -

আমটা দেখতে ভারী সুন্দর। 

ভদ্রলোক সত্যিকারের নির্লোভ

পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়।

৩. ক্রিয়াবিশেষণ-বর্গ

যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে, তাকে ক্রিয়াবিশেষণ-বর্গ বলে।

সকাল আটটার সময়ে সে রওনা হলো।

তারপর আমরা দশ নম্বর প্লাটফর্মে গিয়ে দাঁড়ালাম।

আমি সকাল থেকে বসে আছি। 

বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই। 

সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে।

৪. ক্রিয়াবর্গ

বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। যেমন-

অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে। 

সে লিখছে আর হাসছে। 

সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো। 

বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

তারপর আমরা 'দশ নম্বর প্লাটফর্মে' গিয়ে দাঁড়ালাম ।
ভদ্রলোক 'সত্যিকারের নির্লোভ' ।
আমটা দেখতে 'ভারি সুন্দর'।
'আশা ও আশিকা' বৃষ্টিতে ভিজছে।
সে 'লিখছে আর হাসছে'।
অস্ত্রসহ সৈন্যদল 'এগিয়ে চলছে'।
সে 'খেয়ে আর ঘুমিয়ে' কাটাচ্ছে।
'আমার ভাই' পড়তে বসেছে।

অনুশীলনী

877

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে? 

ক. বর্গ খ. উদ্দেশ্য গ. বিধেয় ঘ. বাক্যাংশ 

২. 'বর্গ' আসলে - 

ক. বাক্যের বিন্যাস খ. ধ্বনিগুচ্ছ গ. বর্ণের সমষ্টি ঘ. শব্দের গুচ্ছ 

৩. বর্গের নাম হয় - 

ক. পদ অনুযায়ী খ. বাক্য অনুযায়ী গ. ধ্বনি অনুযায়ী ঘ. বর্ণ অনুযায়ী

৪. বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? 

ক. বিশেষ্যবর্গ খ. বিশেষণবর্গ গ. ক্রিয়াবিশেষণবর্গ ঘ. ক্রিয়াবর্গ 

৫. বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলে- 

ক. বিশেষ্যবর্গ খ. ক্রিয়াবিশেষণ-বর্গ গ. বিশেষণবর্গ ঘ. ক্রিয়াবর্গ 

৬. বিধেয় অংশের ক্রিয়া সাধারণত - 

ক. বিশেষ্যবর্গ খ. বিশেষণবর্গ গ. ক্রিয়াবিশেষণ-বর্গ ঘ. ক্রিয়াবর্গ

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বাক্যের বিন্যাস
ধ্বনিগুচ্ছ
বর্ণের সমষ্টি
শব্দের গুচ্ছ
পদ অনুযায়ী
বাক্য অনুযায়ী
ধ্বনি অনুযায়ী
বর্ণ অনুযায়ী
বিশেষ্যবর্গ
ক্রিয়াবিশেষণ-বর্গ
বিশেষণবর্গ
ক্রিয়াবর্গ
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...