প্রতি বছর বৃহত্তর রংপুর অঞ্চলে কৃষকদের ধান, ভুট্টা ও আলু চাষে সেচ সমস্যা হয় ও বীজ সংরক্ষণের অভাব হয়। সমবায় অধিদপ্তর কৃষকদের সংগঠিত করে বীজ ক্লাব, সেচ সমবায় সমিতি ও বীজ সংরক্ষণ সমবায় সমিতি গঠন করতে বলেন। বেশ কিছু কৃষক সমবায় অধিদপ্তরের পরামর্শে কাজ করায় লাভবান হয়। তাদের লাভবান হওয়া দেখে পরবর্তীতে অন্যান্য কৃষকরাও সমবায় সমিতি গঠন করতে উদ্বুদ্ধ হয়।
পল্লীর ভূমিহীন ও স্বল্পবিত্ত বা দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে উৎপাদন ধারায় আনয়ন করতে জামানতবিহীন যে স্বল্প পরিমাণ অর্থ ঋণ হিসেবে প্রদান করা হয়, তাই ক্ষুদ্রঋণ।
বিভিন্ন কারণে ক্ষুদ্রঋণের প্রয়োজন আছে। যেমন- মহাজনদের শোষণ হতে দরিদ্র মানুষকে রক্ষা করা। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। স্বল্প আয়, স্বল্প সঞ্চয়, স্বল্প বিনিয়োগভিত্তিক বহু পুরোনো দুষ্ট চক্রকে ভেঙ্গে দিয়ে বিনিয়োগের মাধ্যমে অল্প আয়, নতুন বিনিয়োগ, নতুন ঋণ, অধিক আয়ভিত্তিক একটি বিকাশমান অর্থনৈতিক প্রক্রিয়া আরম্ভ করতে ক্ষুদ্রঋনের প্রয়োজন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?