দৃশ্যপট-১: রাইয়্যান সাধারণ শিক্ষায় শিক্ষিত। যৌবনকালে পাড়াপ্রতিবেশীর সাথে খুব ভালো সখ্যতা গড়ে তুলেছে। মাঝে মাঝে সে অপর প্রতিবেশী সম্পর্কে নিছক ধারণা থেকে মিথ্যাচার করে।
দৃশ্যপট-২: রফিক কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত। সে উম্মাহর ঐকমত্য নিয়ে গবেষণা করছে। সম্প্রতি তার একটি গবেষণাপত্র আলোড়ন সৃষ্টি করেছে।