Academy

আব্দুল্লাহ ঢাকার স্বনামধন্য একটি মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। বর্তমানে তিনি কাপড়ের ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে তিনি অত্যন্ত সৎ। সম্প্রতি তিনি মোবাইল ফোন ব্যবহার করার শরিয়তসম্মত হুকুম কুরআন ও হাদিসে অনুসন্ধান করেন। তিনি এ সংক্রান্ত কোনো বিধান খুঁজে না পেয়ে বিশিষ্ট আলেমগণের ঐকমত্যের ভিত্তিতে এর সমাধানের আহ্বান জানান।

কারা ইজমা করতে পারবে? বুঝিয়ে লেখো। (অনুধাবন)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

 যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাই ইজমা করতে পারবে। ইজমা সম্পাদনে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের 'আহলুল ইজমা' বলা হয়। রাসুল (স)-এর ইন্তেকালের পর সাহাবিরা ছিলেন ইজমার আহল। কেননা রাসুলের পর তারাই ছিলেন ইসলামি শরিয়ত সম্পর্কে অভিজ্ঞ, রাসুল (স)-এর পছন্দনীয় এবং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি। সাহাবিদের যুগের পরে অভিজ্ঞ আলিমগণ ইজমা প্রদান করতে পারবেন। এভাবে শরিয়ত সম্পর্কে অভিজ্ঞ এবং সর্বজন গ্রহণযোগ্য মানুষ, যারা ইজমা প্রদান করলে তা শরিয়তের বিধানে পরিণত হবে সে ধরনের ব্যক্তি বা মানুষদের আহলুল ইজমা বা ইজমার আহল বলা হয়।

4 months ago

ইসলাম শিক্ষা

Please, contribute to add content.
Content
Promotion