ক. মিথ্যা কথা বলা খ. ওয়াদা ভঙ্গ করা গ. আমানতের খিয়ানত করা |
খ' চিহ্নিত বক্সে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা ইজমার প্রতি ইঙ্গিত করা হয়েছে। শরিয়তে এর গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। ইসলামি শরিয়তের দুইটি প্রধান উৎস হলো কুরআন ও হাদিস। এছাড়াও আরো দুটি উৎস রয়েছে। এর একটি ইজমা অপরটি কিয়াস। কুরআন ও হাদিসে যেসব মূলনীতি রয়েছে তার আলোকে নতুন নতুন সমস্যার সমাধান ইজমা ও কিয়াসের মাধ্যমে করা হয়। উদ্দীপকে 'খ' চিহ্নিত বক্সে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা ইজমার প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা শরিয়তের প্রধান চারটি মূলনীতির মধ্যে হাদিসের পরেই ইজমার স্থান। শরিয়তে ইজমার গুরুত্ব অপরিসীম। মানবজীবন গতিশীল। তাই প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা উদ্ভবের সাথে সাথে ইজমার ভূমিকাও দিন দিন বাড়ছে। কুরআন ও হাদিসে নবোদ্ভাবিত সমস্যার সমাধান পাওয়া যায় না বরং এতে রয়েছে মূলনীতি। এই মূলনীতির সাথে সাদৃশ্যপূর্ণ সমস্যা সমাধান করার ক্ষেত্রে মুমিনদের ইজমা বিশেষ প্রয়োজন।বাস্তব অবস্থানগত দিক থেকে তৃতীয় পর্যায়ের দলিল হলেও প্রয়োগগত বাস্তব দিক বিবেচনা করলে ইজমাকেই সর্বাধিক গুরুত্বপূর্ণ উৎস মনে হয়। কেননা কুরআন ও হাদিসের যথাযথ বাস্তবায়ন ইজমার ওপরই বহুলাংশে নির্ভর করে। সুতরাং বলা যায়, শরিয়তের উৎস হিসেবে ইজমার ভূমিকা অনস্বীকার্য।