Academy

ক. মিথ্যা কথা বলা

খ. ওয়াদা ভঙ্গ করা 

গ. আমানতের খিয়ানত করা

'ক' চিহ্নিত বক্সের বর্ণিত বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির পরিণতি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

'ক' চিহ্নিত বক্সের বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি তথা মুনাফিকের 'পরিণতি অত্যন্ত ভয়াবহ। অন্তরে কুফরি লালন করে মুখে ইমানের দাবি করা হলো নিফাক। যাদের মধ্যে নিফাক রয়েছে তারা মুনাফিক। ইসলামের জন্য কাফির মুশরিকের চেয়ে বেশি ক্ষতিকর হলো মুনাফিকরা।

উদ্দীপকে 'ক' চিহ্নিত বক্সে বর্ণিত বৈশিষ্ট্যগুলো দ্বারা মুনাফিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা মহানবি (স) মুনাফিকদের শনাক্ত করার জন্য তিনটি বিশেষ নিদর্শনের কথা বলেছেন। আর তা হলো মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা ও আমানতের খিয়ানত করা। মুনাফিকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে, সেদিন তারা তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না' (সুরা আন-নিসা: ১৫৫) আল্লাহ তায়ালা মুনাফিক ও কাফেরদের অভিশাপ দিয়ে বলেন, 'আল্লাহ ওয়াদা করেছেন- মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফেরদের জন্য রয়েছে দোজখের আগুন। তাতে তারা চিরদিন থাকবে। সেটাই তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাব' (সুরা আত-তাওবা:৬৮)।

পরিশেষে বলা যায় যে, মুনাফিকরা ইসলামের চরম শত্রু। পরকালে তাদের জন্য চিরস্থায়ী স্থান হলো জাহান্নাম। সকলের উচিত মুনাফিকের চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।

4 months ago

ইসলাম শিক্ষা

Please, contribute to add content.
Content
Promotion