নিশাত তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগে অধ্যয়নরত। তিনি সব সময় সত্য কথা বলেন। তার সত্য বলার এই অভ্যাস মূলত ছোট বেলা থেকেই গড়ে উঠেছে। সম্প্রতি তিনি ইজমার ওপর একটি প্রতিবেদন রচনার কাজ করছেন। তার কাছে মনে হয়েছে জাতীয় ঐক্য সংরক্ষণে ইজমার বিকল্প নেই। এর মাধ্যমেই আপামর মুমিন জনতাকে বিভ্রান্তি থেকে মুক্ত করা সম্ভব।
নিয়মতান্ত্রিকভাবে কুরআন সংরক্ষণের কাজ সম্পাদনের জন্য মহানবি (স) কাতিবে ওহি নিয়োগ করেছিলেন। কাতিবে ওহি অর্থ ওহি লেখক মহানবি (স) নিজে লেখাপড়া জানতেন না। কিন্তু তাঁর কাছে প্রথম যে বাণী এসেছে তাতে 'কলম' ব্যবহারের কথা আছে। আল কুরআনকে 'আল কিতাব' বলে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আর এজন্যই কিতাব হিসেবে কুরআনকে লিখিত রূপ দিতে মহানবি (স) কাতিবে ওহি নিযুক্ত করেছিলেন।