খন্দকের যুদ্ধে বিশাল কুরাইশ বাহিনীকে মোকাবেলার জন্য রাসুল (স) বিশিষ্ট সাহাবিদের নিয়ে পরামর্শ সভার আহ্বান করেন। উক্ত সভায় সালমান ফারসি (রা) কোরাইশদের মোকাবেলার জন্য যুদ্ধক্ষেত্রের চারপাশে পরিখা খননের পরামর্শ দেন। এতে সব সাহাবি ঐকমত্য প্রকাশ করলে রাসুল (স) কর্তৃক প্রস্তাবটি গৃহীত হয়।
যে সত্য প্রকাশ করা থেকে বিরত থাকে সে শয়তানের সমতুল্য। রাসুল (স) আলোচ্য হাদিসটি দ্বারা মুমিনের বৈশিষ্ট্যকে শয়তানের বৈশিষ্ট্য থেকে আলাদা করেছেন। এ হাদিসটি থেকে বোঝা যায় যে, মুমিন ব্যক্তি কখনো ভয়ের জন্য সত্য প্রকাশে বিরত থাকতে পারে না। বরং সম্মতির নিদর্শন হিসেবেই তারা চুপ থাকবেন। তাকে ভয় দেখানো হলেও ইমানি শক্তি বলে সত্য প্রকাশ করবে। কারণ, ভয়ের কারণে ইমানদারগণ সত্য প্রকাশে নীরব থাকবে না। এটাই হাদিসটির মূল শিক্ষা।