আগে গ্রামীণ গৃহিণীদের লাকড়ির চুলায় রান্না করতে গিয়ে যেখানে ধোঁয়ায় কষ্ট পেতে হতো সেখানে এখন তারা রাইস কুকার, কারি কুকার, ওয়াটার হিটার, মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করতে পেরে জীবনকে সহজ করে ফেলেছে। তাদের অনেকের অবসর বিনোদনের সঙ্গী এখন টিভি সিরিয়াল। শিশু-কিশোররাও এখন খেলার মাঠের চেয়ে ইন্টারনেট, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ বা টিভিকে বিনোদন উপকরণ হিসেবে বেশি পছন্দ করছে।
যে প্রথা অনুসারে বিবাহে বরপক্ষ কিংবা কনেপক্ষ বাধ্য হয়ে নগদ অর্থ বা মূল্যবান সম্পদ প্রদান করে, তাই যৌতুক প্রথা।
যৌতুক প্রথা অন্যতম সামাজিক সমস্যা। যৌতুক হলো এক ধরনের দাবি। সামাজিকভাবে এ প্রথাকে উপহার, উপঢৌকন, নজরানা প্রদান, শুভেচ্ছার নিদর্শন বলা হলেও এটি বর্তমানে অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উভয়পক্ষকে যৌতুক প্রদানের রীতি চালু থাকলেও সাধারণত আমাদের সমাজে যৌতুক পাত্রীপক্ষ পাত্রপক্ষকে প্রদান করে।