ভয়াবহ বন্যায় দেশের লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে অনাহার ও রোগব্যাধিতে কষ্ট পাচ্ছে। বীণা সিদ্ধান্ত নিল তার অতিরিক্ত জামাকাপড় বন্যার্তদের দান করবে। এ কাজে সে তার বন্ধুদের উৎসাহিত করতে চাইলো। কিন্তু তারা বীণাকে বললো যে এসব কাজ করে লাভ নেই। শুধু অর্থ আর সময়ের অপচয় হবে।
বীণার বন্ধুদের কর্মকাণ্ডের পরিণতি যীশুর শিক্ষার আলোকে বর্ণনা করো।