মিসেস আগ্নেশ দানশীল ও পরোপকারী। তিনি প্রায়ই বেতনের টাকার কিছু অংশ এতিমখানায় দান করেন। কারো অসুস্থতার কথা জানতে পারলে তাকে দেখতে যান। এসব কাজ তিনি যীশুর জন্য করছেন ভেবে স্বর্গীয় আনন্দ অনুভব করেন। তার সহকর্মী মিসেস সীমা ভীষণ কৃপণ। দরিদ্র ও অসহায় ব্যক্তিরা সাহায্য চাইলে বিরক্ত হন। তিনি নিজের সম্পদ হারানোর ভয়ে থাকেণ। এজন্য সবসময় অশান্তিতে থাকেন।
সীমার কাজের পরিণতি যীশুর শিক্ষার আলোকে বর্ণনা করো।