or
Don't have an account? Register
নিয়াজ সাহেব সততার সাথে সঠিকভাবে অফিসের সকল কাজ সম্পন্ন করেন। তিনি বিশ্বাস করেন মহান আল্লাহ তার সব কাজ দেখছেন এবং সকল কাজের হিসাব নিবেন। ইসলামের কোন মৌলিক বিশ্বাস নিয়াজ সাহেবকে সততায় উদ্বুদ্ধ করেছে? কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
জীবন বিধান হিসেবে আল-কুরআন থাকা স্বত্বেও হাদিস অনুসরণ অপিরহার্য কেন? সংক্ষেপে লেখ।
পবিত্রতা অর্জনের উপায় হিসেবে ওযুর নিয়মগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করো।
তোমার জীবনে মাতাপিতার অবদানের একটি তালিকা প্রণয়ন করো। এ অবদানের কৃতজ্ঞতা হিসেবে তাঁদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য ইসলামের আলোকে তুলে ধরো।
প্রতারণামুক্ত সমাজ গঠনে তুমি ও তোমার বন্ধুরা মিলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
তোমার পাঠ্যপুস্তকে আল্লাহ তা'আলার তাওহিদ বা একত্ববাদের কথা যে সূরায় বর্ণিত হয়েছে তার অনুবাদ ও ব্যাখ্যা লেখ।
তোমার এলাকার কিছু সমস্যা চিহ্নিত করো। তোমার বন্ধুদের সাথে নিয়ে এ সমস্যাগুলোর সমাধানে মহানবি (সা.)-এর শান্তি সংঘ 'হিলফুল ফুযুল' এর শিক্ষাকে কীভাবে কাজে লাগাতে পারো।
হযরত মুহাম্মাদ (সা.) সমগ্র বিশ্ববাসীর প্রতি রহমতস্বরূপ-এ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
আকাইদের বিষয়সমূহে বিশ্বাসের মাধ্যমে ______ প্রবেশ করা হয়।
ইবাদাত কত প্রকার?
নিয়মিত সালাত আদায় করলে একজন ব্যক্তির ______ উন্নয়ন ঘটে ।
'নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য'-এটি কোন সূরার আয়াত?
কোন ইয়াহুদি তার কন্যার মাধ্যমে মহানবি (সা.) এর ওপর যাদু করেছিল?
মাতাপিতার হক আদায় করার পর কাদের হক আদায় করা মুমিন হিসেবে প্রত্যেকের একান্ত কর্তব্য?