or
Don't have an account? Register
এক কথায় উত্তর দাও/অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে)
জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম লেখো।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো...' গানটির রচয়িতা কে?
তোমার এলাকায় ২টি লোকশিল্পের নাম লেখো।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে?
পরিবেশন কলার অন্তর্গত দুইটি শাখার নাম লেখো।
ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কী বলে?
গান, বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কী বলে?
দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচে অনুভূতির প্রকাশ করা হয়?
রঙের উৎস কী?
ছবিতে হালকা রং দিয়ে কী ফুটিয়ে তোলা হয়?
বস্তুর পৃষ্ঠের গুণমানকে কী বলে?
পরিবারে আমাদের আত্মার আত্মীয় কারা?
নাচের দুইটি উপাদানের নাম লিখ?
সব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি হয়।
বাবুই পাখিকে তাঁতিপাখি বলা হয় কেন?
শিল্পকলা কাকে বলে?
শহিদ মিনার কেন তৈরি করা হয়েছিল?
ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কী?
মিশ্র রং কাকে বলে?
ছবি দেখে লেখো। (আর্ট এপ্রিসিয়েশন/ ক্রিয়েটিভ রাইটিং)
উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো।
রচনামূলক উত্তর প্রশ্ন (যে কোনো ২ টি)
স্মৃতি সৌধের সাতটি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়কে নির্দেশ করেছে, বর্ণনা করো
শিল্পকলা বলতে কী বোঝ? শিল্পকলার শাখাগুলোকে কেন হরেক রকম পাখির সঙ্গে তুলনা করা হয়েছে?
ছবি আঁকার ক্ষেত্রে মূল উপাদান গুলো কী কী? যেকোনো দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো।
বর্ষাকালে প্রকৃতিতে কী কী পরিবর্তন তুমি লক্ষ্য করেছো, ১০ টি বাক্যে লিখো।
বন্ধুখাতা প্রদর্শন
যে কোনো একটি কাজ/ কার্যক্রম করে দেখাও-
পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা/ গড়া/ গান/ নাচ/ কবিতা/ ছড়া/ লেখা কার্ড তৈরি।