দৃশ্যপট-১ সাম্যদের ঔষধের দোকানে প্রতি বছর হালখাতার দিনে এটা বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। উক্ত দেবতার পট বা ছবি সবসময়ই তারা দোকানে টাঙিয়ে রাখে এবং ভক্তিভরে পূজা করে।
দৃশ্যপট-২ অশোক পড়াশোনায় আগ্রহী না হওয়ায় তার মা শীতকালে তাদের বাড়িতে একটা পূজার আযোজন করলেন এবং অশোককে পলাশফুল সংগ্রহ করতে বললেন।
এক ঝড় জলের রাতে কারাগারে জন্ম হয়েও বাবার বুদ্ধির জোড়ে অত্যাচারী রাজার হাত হতে বেঁচে দিয়ে দিন্দু ধর্মের জন্য বহুবিধ কাজ করে গেছেন, যা মানুষ আজও ভক্তিভরে স্মরণ করে থাখে
সুজিতদের বাড়ির সবাই সকালে উঠে পূর্ব দিক মুখ দিয়ে সৃষ্টিকর্তাকে ভক্তিভরে ডেকে থাকেন। এ উপলক্ষ্যে তারা সকলে যত্নশীল হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে যা তাদের শারিরিক ও মানসিক দুদিক হতেই পবিত্র করে তোলো।
জয়াদেবী শরীর সুস্থ রাখতে প্রতিদিন একটা আসন অনুশীলন করেন, একে তাঁর মনযোগও বাড়ে কিন্তু রমাদেবী রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট অন্য আরেকটা আসন অনুশীলন করেন।