or
Don't have an account? Register
গ বিভাগ: সংক্ষিপ্ত- উত্তর প্রশ্ন
সিদ্ধার্থ নগর পরিভ্রমণে বের হয়ে যে নিমিত্ত দর্শন করেন সেগুলোর নাম লিখ।
বুদ্ধ প্রথম কাদের কাছে তাঁর নবলব্ধ ধর্ম প্রচার করেন? তাদের নাম লিখ।
বৌদ্ধ ধর্মে কোন ধরনের দাতা প্রশংসার যোগ্য, তার সম্পর্কে লিখ।
দানং তানং মনুস্মানং দানং দুগ্গতি বারনং
দানং সাম্স সোপানং দানং সন্তি বারং পরং এর বাংলা অর্থ লিখ।
জাতক কোন নিকায়ের অন্তর্গত? শঙ্খ জাতকের উপদেশটি লিখ।
বানরেন্দ্র জাতকের বোধিসত্ত্বরূপী বানরের গুণগুলো লিখ।
মহাতীর্থ কয়টি ও কী কী?
তীর্থস্থান দর্শন করলে কী হয়?
ময়নামতিতে অবস্থিত উল্লেখযোগ্য বৌদ্ধ নিদর্শনগুলোর নাম লিখ।
সহাবস্থান বলতে কী বুঝায়?
বুদ্ধ পূর্ণিমাকে কোন সংস্থা 'বেশাখ ডে' ঘোষণা করে?
সিদ্ধার্থ গৌতম কোন পূর্ণিমায় মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন?
বুদ্ধের প্রথম ধর্ম প্রচার বৌদ্ধ সাহিত্যে কী নামে পরিচিত?
কোন পূর্ণিমা তিথিতে বর্ষাবাস শুরু হয়?
'প্রতিগ্রাহক সম্পত্তি' বলতে কাকে বোঝায়?
'ধৈর্য ও বুদ্ধি দিয়ে বিপদের মোকাবিলা করতে হয়'- এটি কোন জাতকের উপদেশ?