সংক্ষিপ্ত- উত্তর প্রশ্ন
সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
"মাতা যথা নিযং পুত্তং আযুসা একপুত্ত মনুরে এবম্পি স্বভূতেসু মানসং ভাবযে অপরি মানং" এই পংক্তিটির বাংলা অর্থ হলো:
"যেভাবে মাতা তার একমাত্র পুত্রকে জীবনের প্রতি গভীর মমত্বের সঙ্গে দেখে, তেমনি যেন সব জীবের প্রতি সদা সদয় ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়।"
এটি মূলত বৌদ্ধ ধর্মে মৈত্রী ও প্রেমময় দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্বারোপ করে, যেখানে সকল জীবের প্রতি ভালোবাসা ও যত্নের অনুভূতি তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে।