তোমার পিতা তোমাদের পরিবারের জন্য এক মাসের একটি সম্ভাব্য পারিবারিক বাজেট বিবরণী তৈরী করতে বলেছে। বিবরণীতে তোমার পরিবারের আয়, ব্যয় এবং সঞ্চয় -এই তিনটি খাতের আওতায় বিভিন্ন উপখাত থাকবে। এই খাত- উপখাত সমূহের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরনী তৈরী করে তোমার পিতাকে জমা দিবে। এজন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন কর –
তোমার পরিবারে বিভিন্ন খাত অনুয়ায়ী সম্ভাব্য আয়, ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। এই আয়-ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ নির্ণয় কর।