মধ্যস্থ ব্যবসায়ীদের হাত হতে রক্ষা পাওয়ার জন্য ২০১০ সালে আনন্দপুরের তাঁতশিল্পীরা একটি সমবায় সমিতি গঠন করে। ২০১২ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরূপ :
বছর: | ২০১০ | ২০১১ | ২০১২ |
মুনাফা: | ৩০,০০০ | ৩৫,০০০ | ৪০,০০০ |
তারা বিধিবদ্ধ ন্যূনতম হারে সঞ্চিত তহবিল সংরক্ষণ করে ২০,০০০ টাকার একটি নতুন তাঁতকল ক্রয়ের জন্য চিন্তা করছে।
সমশ্রেণিভুক্ত কতিপয় উৎপাদক উৎপাদন ও বিক্রয়কার্যকে ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।
ক্ষুদ্র পুঁজির উৎপাদকগণ তাদের সীমিত সামর্থ্যের অধিক উৎপাদনের আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে না। আবার কাঁচামাল ক্রয় থেকে শুরু করে উৎপাদিত পণ্য বিক্রয়ের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের পারস্পরিক প্রতিযোগিতার জন্য নানা অসুবিধার সম্মুখীন হয়। এসব অসুবিধা দূর করে নিজেদের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিতভাবে উৎপাদন ও বণ্টনকার্য সম্পাদনের জন্য এ ধরনের সমবায় সমিতি গঠিত হয়ে থাকে।