Academy

মধ্যস্থ ব্যবসায়ীদের হাত হতে রক্ষা পাওয়ার জন্য ২০১০ সালে আনন্দপুরের তাঁতশিল্পীরা একটি সমবায় সমিতি গঠন করে। ২০১২ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরূপ :

বছর:২০১০২০১১২০১২
মুনাফা: ৩০,০০০৩৫,০০০৪০,০০০

তারা বিধিবদ্ধ ন্যূনতম হারে সঞ্চিত তহবিল সংরক্ষণ করে ২০,০০০ টাকার একটি নতুন তাঁতকল ক্রয়ের জন্য চিন্তা করছে।

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Created: 3 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানটি একটি উৎপাদক সমবায় সমিতি।

কতিপয় উৎপাদক শ্রেণির মানুষ নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে, তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। সাধারণত কৃষক, মৎস্যজীবী, মৎস্যচাষি, মৃৎশিল্পী, দুগ্ধ উৎপাদনকারী ইত্যাদি ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে নিজেদের স্বার্থ রক্ষায় উৎপাদক সমবায় সমিতি গঠন করে থাকে।

উদ্দীপকের আনন্দপুরের তাঁতশিল্পীরা নিজেদের কল্যাণে একটি সমবায় সমিতি গঠন করেন। তারা মূলত মহাজন, দালাল, মধ্যস্থ ব্যবসায়ী প্রভৃতি ব্যক্তিবর্গের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে এরূপ সমবায় সমিতি গঠন করেন। আর উক্ত সমবায় সমিতির মূল উদ্দেশ্য উৎপাদকদের স্বার্থ সংরক্ষণ করা। সুতরাং তাদের কার্য বিবেচনায় নিঃসন্দেহেই আনন্দপুরের তাঁতশিল্পীদের সংগঠনকে উৎপাদক সমবায় সমিতি হিসেবে বিবেচনা করা যায়।

3 months ago

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

Please, contribute to add content.
Content
Promotion