দোহাজারীর আলুচাষি নাসির আরও ৪০ জন আলুচাষি নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। তাদের উদ্দেশ্য হলো প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক ক্রয় এবং আলু সংরক্ষণ ও বিক্রয় সুবিধালাভ করা। উক্ত সমবায় গঠনের চূড়ান্ত পর্যায়ে সমবায় নিবন্ধক তার সিল ও স্বাক্ষরযুক্ত গুরুত্বপূর্ণ দলিল নাসিরকে প্রদান করেন। উত্ত দলিল সমিতির মোট শেয়ারসংখ্যা ১,০০০ উল্লেখ আছে। নাসির ২০০ শেয়ার ক্রয় করেন। আগামী নির্বাচনে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য তিনি আরও শেয়ার ক্রয়ের পরিকল্পনা করছেন।
উদ্দীপকের নাসির আরও শেয়ার ক্রয় করতে পারবে না।
সমবায় সমিতিতে সদস্যদের অধিকারে সমতা রক্ষার্থে একজন সদস্য মোট শেয়ার মূলধনের এক-পঞ্চমাংশের অর্থাৎ ২০% এর বেশি শেয়ার ক্রয় করতে পারে না।
উদ্দীপকের দোহাজারীর নাসির আরও ৪০ জন আলুচাষিদের সমবায় সমিতির মোট শেয়ার সংখ্যা ১,০০০। নাসির ২০০ শেয়ার ক্রয় করে যা মোট শেয়ারের অর্থাৎ (১,০০০ / ২০০) এক-পঞ্চমাংশ বা ২০%। আগামী নির্বাচনে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য তিনি আরও শেয়ার ক্রয়ের পরিকল্পনা করা সত্ত্বেও তিনি আর শেয়ার করতে পারবেন না। কেননা সমবায় সমিতির মোট শেয়ারের ১/৫ অংশ বা ২০% এর বেশি শেয়ার একজন সদস্য ক্রয় করতে পারে না। সুতরাং, উদ্দীপকের নাসির আরও শেয়ার ক্রয় করতে পারবে না।