তোমার এলাকার ১০০ জন কৃষক পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে 'সততা' নামের একটি সমবায় সমিতি গঠন করে। সমিতিতে তাদের প্রত্যেকের শেয়ার সমান। ২০১৫ সালে উক্ত সমিতি ১০ লক্ষ টাকা মুনাফা অর্জন করে। সমবায় আইন অনুযায়ী তারা অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে।
উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি হলো বহুমুখী সমবায় সমিতি।
একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য কোনো সমবায় সমিতি গঠিত হলে তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। অন্যান্য সমিতি ক্ষেত্রে উদ্দেশ্য সীমিত হলেও এক্ষেত্রে অনেক ধরনের উদ্দেশ্যার্জনের চেষ্টা করা হয়। কোনো সমবায় সমিতি উৎপাদন, ক্রয়-বিক্রয়, ঋণদান ইত্যাদি বিভিন্নমুখী উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হতে পারে। একে বহু উদ্দেশ্যক সমবায় সমিতিও বলা হয়।
উদ্দীপকে দেখা যায়, এলাকার ১০০ জন কৃষক পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে 'সততা' নামের একটি সমবায় সমিতি গঠন করে। যেহেতু সততা সমবায়ের সদস্য বহুমুখী উদ্দেশ্য সাধনের জন্য উক্ত সমবায় সমিতি গঠন করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি হলো বহুমুখী সমবায় সমিতি।