তোমার এলাকার ১০০ জন কৃষক পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে 'সততা' নামের একটি সমবায় সমিতি গঠন করে। সমিতিতে তাদের প্রত্যেকের শেয়ার সমান। ২০১৫ সালে উক্ত সমিতি ১০ লক্ষ টাকা মুনাফা অর্জন করে। সমবায় আইন অনুযায়ী তারা অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে।
'সততা' সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফার পরিমাণ হলো (১০,০০,০০০ – (১০,০০,০০০ × ১৮%) + ১০০) = ৮,২০০ টাকা। সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলের চাঁদাসহ ন্যূনতম ১৮% সংরক্ষণের পর মুনাফার অবশিষ্ট অংশ সদস্যদের মধ্যে বণ্টন করা যাবে।
উদ্দীপকে দেখা যায়, সততা সমবায়ের ২০১৫ সালের অর্জিত মুনাফার - পরিমাণ ১০,০০,০০০ টাকা। সমবায় আইন অনুযায়ী উক্ত মুনাফার ১৫% সঞ্চিতি তহবিল ও ৩% সমবায় উন্নয়ন তহবিল অর্থাৎ সর্বমোট ১৮% তহবিলে জমা রেখে অবশিষ্ট টাকা সদস্যদের মধ্যে বণ্টন করা যাবে। উল্লেখ্য যে, সততা সমবায় সমিতির সদস্য সংখ্যা হলো ১০০ জন।
সততা সমিতির প্রত্যেক সদস্যদের প্রাপ্ত মুনাফার পরিমাণ:
= (২০১৫ সালের অর্জিত মুনাফা – ২০১৫ সালের অর্জিত মুনাফার ১৮%) ÷ সমিতির মোট সদস্য
= ১০,০০,০০০ – (১০,০০,০০০ × ১৮%) ÷ ১০০
= (১০,০০,০০০ – ১,৮০,০০০) ÷ ১০০
= ৮,২০,০০০ ÷ ১০০
= ৮,২০০ টাকা।
সুতরাং সততা সমিতির প্রত্যেক সদস্যদের প্রাপ্ত মুনাফার পরিমাণ ৮,২০০ টাকা।