ফোরকান আল হামিদ একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা। বিভিন্ন দোকানে দোকানে ঘুরে প্রয়োজনীয় পণ্য কিনে সময় নষ্ট করতে তিনি নারাজ। এজন্য তিনি ইন্টারনেটে দোকানের ওয়েবসাইটে গিয়ে পণ্য ও মূল্য তালিকা সার্চ করে পণ্য ক্রয়ের অর্ডার দেন। পরে সুবিধামতো সময়ে ফরমায়েশকৃত পণ্য তার হাতে পৌঁছে যায়।
ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়কার্য সম্পাদন করাই হলো অনলাইন ব্যবসায়। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এটি মানুষের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই সুবিধা বা সেবা দিয়ে যাচ্ছে। তবে এর মধ্যে অনলাইন ব্যবসায় সর্বাপেক্ষা আলোচিত বিষয়। উন্নত বিশ্বে ব্যস্ত মানুষেরা সময় সাশ্রয় করতে গিয়ে ব্যবসায়ের মাধ্যমে নিত্যদিনের তথ্যের আদান-প্রদানসহ তাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রীর অনুসন্ধান, পছন্দ ও কেনাকাটা প্রভৃতি কাজ সম্পাদন করে থাকে। সাধারণ অর্থে, অনলাইন ব্যবসায় বলতে এমন এক প্রকারের ব্যবস্থাকে নির্দেশ করে যেখানে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়কার্য সম্পাদন করা যায় অর্থাৎ ঘরে বসেই চাহিদামাফিক পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করা যায়। ব্যাপক অর্থে, অনলাইন ব্যবসায় বলতে এমন ব্যবসায় ব্যবস্থাকে নির্দেশ করে যার মাধ্যমে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের মাধ্যমে বিক্রেতা ক্রেতাকে পণ্য সংবাদ, মূল্য জানিয়ে দিচ্ছে এবং ক্রেতাও ঘরে বসে ফরমায়েশ পাঠিয়ে কাঙ্ক্ষিত পণ্যসামগ্রী পদ্ধতিগতভাবে সংগ্রহ করে। এক্ষেত্রে 'বিক্রয়ডট.কম' অনলাইন ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?