বিস্তীর্ণ এলাকায় গো-চারণভূমি থাকায় পাবনা জেলার গ্রামাঞ্চলের অনেক বাড়িতে ছোট ছোট দুগ্ধ খামার গড়ে উঠেছে। জনাব তাপস ঘোষ দরিদ্র অথচ সৎ দুধ বিক্রেতা। এ কারণে সবাই তাকে সম্মান করে। তিনি পাবনার গ্রামাঞ্চল থেকে গরুর খাঁটি তরল দুধ সংগ্রহ করে পাবনা শহরের বাড়ি বাড়ি ন্যায্যমূল্যে শিশুখাদ্য হিসেবে সরবরাহ করেন। দুধের চাহিদা বাড়লেও তিনি দুধে ভেজাল মেশান না। তিনি ভাবেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা - অপুষ্টিতে ভুগবে।
স্ব-উদ্যোগে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে।
কেউ যখন অন্যের অধীনে কাজ না করে নিজেই নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সেটিই হলো আত্মকর্মসংস্থান। কোনো ব্যক্তি কোনো চাকরি না করে নিজস্ব পুঁজি বা ঋণ করা সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, দক্ষতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজস্ব কর্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা করেন, তখন তাকে আত্মকর্মসংস্থান বলে। উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?